Muslim Woman
11-23-2015, 08:07 AM
:sl:
এই দুনিয়ায় আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি । তাই এক মিনিট সময়ও আসলে কোটি কোটি টাকার থেকে বেশী দামী যদি তা পরকালের কল্যাণের জন্য কাজে লাগাতে পারেন ।
আসুন দেখি এক মিনিট সময়ে আমরা কী কী করে পরকালে দোযখের আগুন থেকে নিজেদের দূরত্ব বাড়াতে পারি ।
১ .
আল্লাহর কাছে রোজ কমপক্ষে এক মিনিটে কয়েকবার আসতাগফিরুল্লাহ বলে ছোট , বড় , জানা , অজানা , ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহর জন্য মাফ চান ।
২ . এক মিনিটে সুরা ফাতিহা পড়ে ফেলুন । কুরআনের একেকটি অক্ষর পড়লে তাতে দশটি নেকী পাওয়া যায় ।
৩ . তিনবার সুরা ইখলাস পড়ুন । তাহলে ইনশাআল্লাহ একবার কুরআন খতমের সওয়াব পাওয়া যাবে ।
৪. কুরআনের বাংলা অনুবাদ কয়েক লাইন করে রোজ পড়ে নিন । আল্লাহ আমাদের কি আদেশ দিয়েছেন , তা না জানলে আমরা তা মানবো কি করে ?
৫ . মায়ের সাথে শেষ কবে দেখা করেছেন ? অফিস , বউ , বাচ্চাকে সময় দিতে গিয়ে একই শহরে থেকেও হয়তো মায়ের সাথে দেখা হচ্ছে না সপ্তাহ , দশদিন পার হয়ে যাওয়ার পরেও । অন্তত রোজ ফোন করে মায়ের সাথে এক মিনিট কথা বলুন ।
৬ . এক মিনিটে আত্মীয়তার বন্ধন দৃঢ় করুন । আপনার কোন বয়স্কা , অসুস্থ আত্মীয়ের খবর নিন । সুস্থ কোন আত্মীয় যার সাথে অনেকদিন দেখা নেই তাকে ফোন করে ইফতারিতে দাওয়াত দিন ।
৭ . ভাল কাজের জন্য কাউকে উৎসাহ দিন , খারাপ কাজ করতে মানা করুন ।
তোমরাই সেরা জাতি , মানবজাতির জন্য তোমাদরে আবির্ভাব হয়েছে ; তোমরা ভাল কাজের নির্দেশ দাও , খারাপ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো ( সুরা ইমরান ; আয়াত **১১০ )
ReplyHey there! Looks like you're enjoying the discussion, but you're not signed up for an account.
When you create an account, you can participate in the discussions and share your thoughts. You also get notifications, here and via email, whenever new posts are made. And you can like posts and make new friends.
Sign Up
Powered by vBulletin® Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.